ঢাকা | সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:১৮ পূর্বাহ্ণ
সারাদেশরাজশাহীতে আ.লীগের হামলায় বিএনপি কর্মী নিহত

রাজশাহীতে আ.লীগের হামলায় বিএনপি কর্মী নিহত

spot_img

রাজশাহীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা জয়নাল আবেদীন (৪২) নামে বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন ধুরইল ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মৃত কুড়ানুর ছেলে। আহতরা হলেন- নিহত জয়নাল আবেদীনের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মনিরুল ইসলাম (১৪) ও ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান (৪০)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সেটি মারামারিতে রূপ নেয়। এ সময় হামলায় বিএনপি কর্মী জয়নাল আবেদীন নিহত হন। এছাড়া বিএনপির নেতা-কর্মীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়নাল আবেদীনের স্বজনেরা তার লাশ বাড়ি নিয়ে গেছেন। মোহনপুর থানায় অগ্নিসংযোগের পর সেখানে কোনো পুলিশ নেই। ঘটনা সম্পর্কে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর