ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৪৩ অপরাহ্ণ
বিনোদনরাজনীতি আমি একদমই বুঝি না

রাজনীতি আমি একদমই বুঝি না

spot_img

ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী। কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান তার মধ্যে পেতেন বলিউডের লাস্যময়ী মধুবালার আদল। মিস ফটোজেনিক হয়ে রূপালী পর্দায় আসা অপার সৌন্দর্য্য ও মেধার সমন্বিত নাম মৌসুমী। আজ এই নন্দিত তারকার জন্মদিন। ৫০ পেরিয়ে ৫১-তে পা দিয়েছেন তিনি।

জন্মদিন নিয়ে মৌসুমী বলেন, জন্মদিন এলে খুব ভালো লাগে। তবে আমি কখনোই ধুমধাম করে জন্মদিন পালন করতে পছন্দ করি না। এমন অনেক জন্মদিনে আমি কর্মব্যস্ত থেকেছি।

১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন,  প্রথম ছবিতেই এতো ভালোবাসা পাব কোনদিন চিন্তাও করিনি। আমাদের জুটি জায়গা করে নেয় মানুষের মনের মণিকোঠায়।

আপনার রাজনীতিতে আসার ব্যাপারে গুঞ্জন শোনা যায়- এমন প্রশ্নে মৌসুমী বলেন,  রাজনীতি আমি একদমই বুঝি না। সেটা রাষ্ট্রীয় পলিটিকস হোক আর সিনেমার পলিটিকস। সব জায়গাতেই রাজনীতি থাকে কম বেশি। যেহেতু ওসব বুঝি না তাই ধারেকাছেও ঘেষি না।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর