ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:০১ পূর্বাহ্ণ
সারাদেশযাত্রীদের মারধরে চালক ও হেল্পার নিহত

যাত্রীদের মারধরে চালক ও হেল্পার নিহত

spot_img

বাড়তি ভাড়া চাওয়া নিয়ে যাত্রী ও বাস চালকের মধ্যকার বাগবিতণ্ডাকে কেন্দ্র করে যাত্রীদের মারধরে একটি ইতিহাস পরিবহন বাসের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড বাসস্ট্যান্ড এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পরে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার হৃদয় (৩০)।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান কালবেলাকে বলেন, বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধরের শিকার হয়ে দুই পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর