যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা ।
অধ্যাপক ড. মো : জাফিরুল ইসলামের দায়িত্ব ০৮ /০৫ /২৪ খ্রি : সাল পর্যন্ত শেষ হওয়ার পর আবারো ২য় বারের মতো দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো : নাসিম রেজা ।
সূক্যমমাটি গত ১১ মে রোজ শনিবার রেজিস্ট্রার দপ্তরের প্রকৌশলী আহসান হাবীবের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা যায় । অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ ,২৫ (০২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো : নাসিম রেজা আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ।
অধ্যাপক ড. মো : নাসিম রেজা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, নতুন দায়িত্ব পেয়েছি সব কিছু পরিবর্তন করতে না পারলেও কিছুটা হলেও নতুনত্ব আনার চেষ্টা করবো।দোয়া রাখবেন আমার জন্য আমি যেন সুস্থ ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করতে পারি।