প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'দ্য বস' বলে সম্বোধন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৩ মে) সিডনিতে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে অ্যান্থনি মোদিকে নিয়ে এমন মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মোদিকে কিংবদন্তি রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তা সঙ্গে তুলনা করেন। ব্রুস স্প্রিংস্টিন ও ভক্তদের মধ্যে 'দ্য বস' নামে পরিচিত।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, আমি শেষবার এই মঞ্চে ব্রুস স্প্রিংস্টিনকে দেখেছিলাম এবং তিনি প্রধানমন্ত্রী মোদি যে অভ্যর্থনা পেয়েছেন তা পাননি। প্রধানমন্ত্রী মোদি হলেন 'দ্য বস।
এদিন অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী মোদিকে ঐতিহ্যবাহী স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি ভারতীয় নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়।
প্রধানমন্ত্রী মোদির সামনে বক্তব্য রাখতে গিয়ে আলবেনিজ ইভেন্টের পরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলেন। জাপান ও পাপুয়া নিউ গিনি সফর সেরে গতকাল সোমবার রাতেই অস্ট্রেলিয়ায় পৌঁছান নরেন্দ্র মোদি।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.