নানা সমালোচনায় জর্জরিত টাইগার উইকেট-কিপার মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি তো ছেড়েই দিয়েছেন। কিন্তু মুশফিকুর রহিম সাদা জার্সিতে নিজের সেরাটা আবারও দেখালেন।
ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিলেন। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিলো, তখন হাল ধরেন মুশফিক এবং সাকিব। দু'জনের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের বিশাল জুটি।
৮৭ রান করে বিদায় নিলেও লিটন দাশের সাথে জুটি বেঁধে মুশফিক নিজের ইনিংসটাকে নিয়ে গেলেন তিন অংকের ঘর পর্যন্ত। ১৩৫ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন মুশফিকুর রহিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত লিটন দাশের বিদায়ের পর মুশফিক-মিরাজের জুটিতে টাইগারদের সংগ্রহ ৬০ ওবারে ৫ উইকেট হারিয়ে ২৯৮ রান। আর মুশফিক ১৪৮ বলে ১১৮ রান নিয়ে মাঠে আছেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.