শোবিজ তারকাদের মাঝেমধ্যেই বিদেশ ভ্রমণ করতে দেখা যায়। এই তালিকায় এগিয়ে নায়িকারা। সম্প্রতি চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দুবাই ঘুরে এসেছেন। হঠাৎ দুবাই সফরের কারণ জানতে কৌতূহলী মিম ভক্তরা।
নতুন বছরে তিনটি বিজ্ঞাপনে কাজ করেছেন মিম। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘দুটি বিজ্ঞাপনের কাজ দুবাইতে করে এসেছি। আরেকটির কাজ শেষ করলাম গেল বুধবার। তিনটি বিজ্ঞাপনই এক কথায় দারুণ হয়েছে। ইফতেখার ভাই ভীষণ যত্ন নিয়ে বিজ্ঞাপন তিনটি নির্মাণের চেষ্টা করেছেন। আর আমাকে যতটা শৈল্পিকরূপে, আকর্ষণীয়রূপে উপস্থাপন করা যায়, সে চেষ্টা তার ছিল। আমি তার নির্দেশনায় কাজ করে খুব সন্তুষ্ট। আশা করি বিজ্ঞাপনগুলো প্রচারে এলে দর্শকদের ভীষণ ভালো লাগবে।’
এদিকে মিম কয়েকদিন বাদেই ব্যাংককে যাচ্ছেন। সেখানে মূলত নিজের মতো করে একটু ঘুরে বেড়ানোর পাশাপাশি কিছু কাজও করবেন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন এই নায়িকা।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.