মারা গিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেন্তে পেরেজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) ভেনেজুয়েলায় মারা যান ১১৪ বছর বয়সী এই ব্যক্তি। ২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, 'জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।'
উল্লেখ্য, ২০২২ সালে পেরেজকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেজ। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর। পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।
পেরেজ, যার ডাকনাম ছিল টিও ভিনসেন্ট, এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.