রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নিজেকে ভোট দিতে পারলেন না। এ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীও নিজেকে ভোট দিতে পারবেন না।
জানা যায়, এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ভোট দিতে পারছেন না। কারণ, তিনি এই আসনের ভোটার নন। মাহি রাজশাহী-১ আসনের প্রার্থী হলেও তিনি গাজীপুরের ভোটার।
অপরদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তানোরের বাসিন্দা হলেও তিনি সেখানকার ভোটার নন। তার আদি বাড়ি তানোর উপজেলায় কলমা ইউনিয়নের চৌরখোরে। কিন্তু তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ভোটার।
জানা গেছে, সংসদ ওমর ফারুক চৌধুরী ২০০১ সাল থেকে রাজশাহী সিটি করপোরেশনের ভোটার। তিনি এখান থেকে প্রতিবার ভোট দেন।
বিষয়টি নিশ্চিত করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মাহিয়া মাহি তানোরের ভোটার না। এ ছাড়া ওমর ফারুক চৌধুরীও তানোরের ভোটার না। তিনি শহরের ভোটার। নির্বাচনী আসনে ভোটার হতেই হবে এমন নয়।
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ভোটার হতে হবে এটা যদি বড় বিষয় হতো, তাহলে কেউ ভোট করতে পারত না। আমি এ দেশের নাগরিক এটাই সবচেয়ে বড় বিষয়।