ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:৫০ অপরাহ্ণ
জাতীয়ভূমিকম্পে কাঁপলো দেশ

ভূমিকম্পে কাঁপলো দেশ

spot_img

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

শুক্রবার (১৬ জুন) সকালে ১০টা ৪৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

গুগলের দেওয়া তথ্যেমতে, ৪ দশমিক ৬ মাত্রার এ কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, এ কম্পনের মাত্রা ছিল ৪.৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

প্রসঙ্গত, এর আগে গত ৫ মে শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প অনুভব করে রাজধানী ও এর আশপাশের বাসিন্দারা। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর