ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:২০ পূর্বাহ্ণ
খেলাধুলাভারত সিরিজের জন্য বাংলাদেশের টি-টুয়েন্টি দল ঘোষণা

ভারত সিরিজের জন্য বাংলাদেশের টি-টুয়েন্টি দল ঘোষণা

spot_img

ভারতের মেয়েদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। টাইগ্রেস স্কোয়াডে নতুন মুখ হাবিবা ইসলাম পিংকি ও রাবেয়া হায়দার ঝিলিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সুমাইয়া আক্তার ও ফারজানা আক্তার লিসা।

অজি মেয়েদের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার পরও টিকে গেছেন ব্যাটার সোবহানা মোস্তারি। সুমাইয়া আক্তার ও নিশিথা আক্তারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। উইমেন’স প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে এসেছেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। হারমানপ্রীত কৌরের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই আগামী ২৩ এপ্রিল টাইগ্রেস ডেরায় আসবে ভারত। দলে ফিরেছেন দায়ালান হেমলাথা ও রাধা ইয়াদাভ। পিঠের চোটে বাদ পড়েছেন জেমিমা রড্রিগেজ।

সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ২৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টুয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর