ক্রিকেট কিংবা ফুটবলে নিজের প্রিয় দলের প্রতি ভক্তদের পাগলামি দেখা যায় হরহামেশাই। এবারের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে সাকিব আল হাসানদের সঙ্গে ডেটে যাবেন- এমনটাই বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি এক অভিনেত্রী। ভারতের তেলেগু সিনেমার এক নায়িকা ঘোষণা দিয়েছেন ভারত বিশ্বকাপে জিতলে ‘নগ্ন হয়ে’ সমুদ্রসৈকতে দৌড়াবেন তিনি।
দুইদিন আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন তেলেগু সিনেমার অভিনেত্রী রেখা বজ। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘ভারত বিশ্বকাপ জিতলে আমি পাতলা কাপড় পরে ভিজাগ বিচে ঘুরে বেড়াব।’
সেই পোস্ট নিয়ে ওয়ানক্রিকেট নামে এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট রেখার ছবি দিয়ে খবরের শিরোনাম করেছে, ‘ভারত যদি ২০২৩ বিশ্বকাপ জেতে এই ভারতীয় অভিনেত্রী ভিজাগ বিচে নগ্ন দৌড়াবেন।’
২৫ বছর বয়সী এই অভিনেত্রীর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমধ্যমে বেশ সাড়া ফেলেছে। মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকেই। মূলত ব্যক্তিগত কোনো উদ্দ্যেশ্য নয়, ভারতকে সমর্থন দিতেই এমন পোস্ট দিয়েছেন রেখা।
২০১১ সালে ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে একই রকম ঘোষণা দিয়েই আলোচনায় এসেছিলেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.