দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে একদিন আগেই ভারতে পৌঁছায় বাংলাদেশ। খানিকটা বিশ্রাম নিয়ে এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছে টিম টাইগার্স।
আজ (সোমবার) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন শান্ত-লিটনরা। ভারতের বিপক্ষে প্রথমবার এই ভেন্যুতেই টেস্ট খেলতে নামবে টাইগাররা।
ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত দিনই পার করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাদমান ইসলাম থেকে শুরু করে নাঈম হাসান, নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন। সবশেষ সিরিজে দারুণ খেলা লিটন দাস কিপিং গ্লাভস হাতেও ছিল দারুণ। আজকের অনুশীলনেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন গ্লাভস হাতে।
এদিন নেট অনুশীলনে থ্রোয়ারের ভূমিকায় ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অনুশীলনে এই কোচকে দেখা গেছে শতভাগ মনোযোগী হিসেবেই। চেন্নাইয়ের উইকেটে স্পিন বেশ ভালোই রপ্ত হয়, যে কারণে নাঈম হাসান ও তাইজুল ইসলামদের রয়েছে বড় সুযোগ নিজেদের মেলে ধরার।
বাংলাদেশের ভারত সফরের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে হবে টি-টোয়েন্টি সিরিজ। ৬, ৯ ও ১২ অক্টোবর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.