বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)
শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (১৯ সেপ্টেম্বর) উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় আর্থিক সহযোগিতা পান আন্দোলনে চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের(১৮তম ব্যাচ) শিক্ষার্থী জাফর আহমেদ এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী কাউসার আহমেদ হিমেল। হিমেলের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ চেক গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল, ফার্মেসী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রারফ (চলতি দায়িত্ব) তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা- কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.