ঢাকা | সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:০৩ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসবৈষম্যবিরোধী আন্দোলনে আহত নোবিপ্রবি শিক্ষার্থীরা পেলো আর্থিক অনুদান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নোবিপ্রবি শিক্ষার্থীরা পেলো আর্থিক অনুদান

spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)
শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় আর্থিক সহযোগিতা পান আন্দোলনে চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের(১৮তম ব্যাচ) শিক্ষার্থী জাফর আহমেদ এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী কাউসার আহমেদ হিমেল। হিমেলের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ চেক গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল, ফার্মেসী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রারফ (চলতি দায়িত্ব) তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা- কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর