বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবেই বিয়ের পর্ব সেরেছেন তিনি।
বুধবার (২৪ মে) সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে নিজেই সুখবরটি জানান গায়ক।
ফেইসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’
সবার দোয়া চেয়ে গায়ক ইমরান লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ক্যারিয়ার শুরু হয়। ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন ইমরান। ইমরানের পরিবারের কেউই ছিলেন না শোবিজ অঙ্গনে। নানির ইচ্ছাতে সংগীত জগতে পা রাখেন তিনি।