বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।
বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা বলা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।