আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তফশিল ঘোষণার পরেই নির্বাচনের সমস্ত কার্যক্রম যথানিয়ম মেনে হবে। বিএনপিও ওই নির্বাচনে নাকে ক্ষত দিয়ে অংশ নেবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করেছেন। বাংলাদেশকে আলোকিত রাখতে নির্বাচনে শেখ হাসিনাকে, নৌকাকে জয়যুক্ত করার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা, নৌকার বিকল্প কেবল নৌকা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গত ২৮ তারিখে বিএনপি ওয়াদা ভঙ্গ করে প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। বিএনপি যেভাবে পুলিশ-সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে, তা দেখে আমরা স্তম্ভিত।’
বিশেষ অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বিএনপি- জামায়াত ২০১৩-১৪ সালে মানুষ মেরে ক্ষমতায় আসতে চেয়েছিল। অপশক্তিরা আবারও মানুষ পুড়িয়ে মারছে। আপনার একমাস হুঁশিয়ার সাবধান থাকবেন। দেশকে নিরাপদ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করার বিকল্প নেই
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রমুখ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্নার এবং শহরের হরিশপুর এলাকায় নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.