বিএনপির রাজনীতির কবর রচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিএনপি-জামায়াতের দেশবিরোধী চক্রান্ত, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রোববার (৩০ জুলাই) কেন্দ্র ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিলের আগে মেয়র এ কথা বলেন।
কাদের মির্জা বলেন, বিএনপির রাজনীতি ও আন্দোলন নিষ্ফল, তা জনগণ বুঝে গেছে। তাদের রাজনীতির কবর রচিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘তারেক জিয়া তার বাবার মতো টাকার বড়াই দেখায়। আপনারা খবর নিয়ে দেখেন, যারা যারা টাকা দিত তারা এখন বুঝতে পেরেছে বিএনপি শেষ। তাই তারা গতকাল থেকে তারেককে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা বুঝে গেছে তারেক জিয়াকে টাকা দিয়ে আর কোনো লাভ নাই। টাকার রাজনীতি তার শেষ।’
কাদের মির্জা আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষের সমর্থন পেতে নিজেরাই মাটিতে লুটিয়ে পড়েন। এসব নাটক এখন জনগণ বুঝে গেছে। শেখ হাসিনা জানতে পেয়ে তাদের খোঁজখবর নিয়েছেন, ফল-ফলাদি পাঠিয়েছেন এবং খাইয়েছেন। এ জন্য সারা দেশ নয়, বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, ‘আপনারা মনে করছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন মানে, সিল মেরে বাক্স পুরাবেন। এ আশা এবং মানসিকতা নিয়ে আছেন। এবার সেটা হবে না। সংবিধান অনুযায়ী যে নির্বাচন হবে, সে নির্বাচনে আমরা ওবায়দুল কাদেরকে ফেয়ার ভোটে নির্বাচিত করতে চাই। এখন থেকে মানুষের কাছে যেতে হবে। কবিরহাট উপজেলার কথা বলতে পারব না, তবে কোম্পানীগঞ্জে বিপুল ভোটে আমরা ওবায়দুল কাদেরকে বিজয়ী করে আনব।’
কাদের মির্জা আরও বলেন, বিএনপি ভোটে আসলে আসুক, না আসলে কিছুই হবে না। সাংবিধানিক ধারা রক্ষার্থে সে অনুযায় নির্বাচন হবে। দেশে এখন পাগল-ছাগলও নির্বাচনে আসে। কোথাকার হিরো আলম, তার পক্ষে বিদেশি কূটনৈতিকরা বিবৃতি দেয়।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এরা কিসের কূটনৈতিক। এদের কোনো জ্ঞান-ধ্যান আছে, কার বিষয়ে কী বিবৃতি দেয়। আমাদের দেশের কিছু লোক এ পাগলের (হিরো আলম) সঙ্গে আছে। ওরা শেখ হাসিনার উন্নয়ন দেখে না, আওয়ামী লীগের বিরোধীতা করার জন্য বিবৃতি দেয়। এরাই তো (আমেরিকা) ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল।’