প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বাস দেওয়ায় বাস আটকে প্রতিবাদ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার(১৩ জুন) সকালে মাইজদী শহরের বিশ্বনাথ এলাকায় শিক্ষার্থীরা এ প্রতিবাদ করেন।
শিক্ষার্থীদের দাবি, নিয়মিত শিডিউলের শেষ বাসটি ছেড়ে যাওয়ার পর প্রতিটি স্টপেজের এটি নিত্যনৈমিত্তিক অবস্থা -কমে হলেও প্রতিদিন ২০০-২৫০ স্টুডেন্ট এভাবে গাড়ি না পেয়ে নিজ খরচে যাতায়াত করে থাকে। এই দুঃখ দূর্দশা থেকে মুক্তি চান শিক্ষার্থীরা।