অবশেষে পুরোনো ক্লাব বার্সালোনাতেই ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
সোমবার (৫ জুন) মেসির বাবা হোর্হে মেসি বার্সার প্রেসিডেন্ট লাপোর্তার সাথে দেখা করার পর এ তথ্য নিশ্চিত করেছেন।
হোর্হে মেসি বলেন “লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনারা শীঘ্রই জানতে পারবেন।”
মেসির বাবা এবং লাপোর্তার মধ্যকার বৈঠকটি খুবই ইতিবাচক ছিল এবং লা লিগা অবশেষে বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে-এর জন্য উপস্থাপিত পরিকল্পনা অনুমোদন করেছে।