বাবার মরদেহ বাড়িতে রেখে অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেমেসিং মারমা। সে ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল তার।
মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা (৪৭) গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা।
তিনি আরও জানান, মেমেসিং মারমার বাবার একটি কিডনি অনেক আগে থেকে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। তার মেয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমা চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নিচ্ছেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.