ঢাকা | মঙ্গলবার | ১৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৩:২১ পূর্বাহ্ণ
বিনোদনবাড়িতে পোশাকই পরি না

বাড়িতে পোশাকই পরি না

spot_img

পোশাক নিয়ে তার বৈচিত্রের শেষ নেই। কখনো তিনি দেখা দেন প্লাস্টিকে মোড়ানো পোশাকে। এমনভাবেই উরফি জাভেদকে দেখতে অভ্যস্ত দর্শক। 

সম্প্রতি এমন এক পোশাকে ক্যামেরাবন্দি হলেন তিনি, যে এই লুকে তাকে দেখে তো সকলের চোখ কপালে। পিঠ খোলা, চুল টেনে খোঁপা করা। ছোট একটা কালো রঙের মিনি স্কার্ট পরেছেন। আর ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন বন্দুকের নকশা করা কাপড়ে।

প্রতি দিন বাইরে বার হওয়ার জন্য নিত্যনতুন পোশাক নিয়ে পরীক্ষা করেন তিনি। আর বাড়িতে?

উরফি জাভেদ বাড়িতে ঠিক কেমন পোশাক পরে সময় কাটান? এক সাক্ষাৎকারে উরফিকে এমনই প্রশ্ন করা হল। তার স্পষ্ট জবাব, বাড়িতে আমি কোনো পোশাকই পরি না। উত্তরের সঙ্গে মুচকি হাসিও দিলেন তিনি। ব্যস, উত্তর শুনেই অস্বস্তিতে পড়লেন তিনি। পরের প্রশ্ন করতেই ভুলে গেলেন সঞ্চালক।

উরফির পোশাক নিয়ে চর্চার সঙ্গে সঙ্গে কম বিতর্কও হয়নি। কিন্তু বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন তিনি। কখনো তার নিন্দকদের পাল্টা উত্তর দিয়েছেন, কখনো তাদের এড়িয়েও গিয়েছেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর