বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু করবে ওমান। দেশটি ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে পারে।
স্থানীয় সময় বুধবার (২৯ মে ) টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। ১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে-ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।
গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করে ওমান। অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল, ভিসা দান বন্ধের প্রক্রিয়াটি স্থায়ী নয়।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.