ঢাকা | মঙ্গলবার | ২১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৮:০৯ অপরাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীবর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত

spot_img

বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস পালিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

কর্মসূচির মধ্যে রয়েছে, নোবিপ্রবি শহীদ মিনার ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সচেতনতামূলক সাইকেল র‍্যালি, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটলব ম্যাচ।

সকাল ৯.৩০ মিনিটে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শহীদ মিনার ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। এসময় নোবিপ্রবির মাননীয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, হল, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারীবৃন্দ, নোবিপ্রবি নীল দল ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর