বরগুনার পায়রা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছেন জেলা মৎস্য বিভাগ। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ৬৭ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
বরগুনা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী সংলগ্ন পায়রা ও বিষখালী নদীতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ ৫৬টি বড় বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান বলেন, অবৈধ জালের কারণে মৎস্য সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে ভবিষ্যতেও অবৈধ এ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.