রাজধানীর বনানী এলাকার গোডাউন বস্তিতে আগুন লেগেছে। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রায় দেড় ঘণ্টা পর রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তবে আগুনে বস্তির শত শত ঘর পুড়েছে।
তিনি জানিয়েছেন, আমাদের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথামিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বস্তিতে প্রায় ২০০ থেকে ৩০০ ঘর ছিল। যার মধ্যে আগুনে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বস্তিবাসীদের। আগুন এত দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে কেউই ঘর থেকে কোনো আসবাবপত্র নিয়ে বের হতে পারেনি।