নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কেনা জমির দলিল দেখতে চাওয়ায় প্রবাসী বড় ভাই মোমিন উল্যাহকে (৫০) হত্যার ঘটনায় ৮ বছর পর ছোট ভাই হাফিজ উল্যাহকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজ উল্যাহ বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের মৃত হাজী নূরুল হকের ছেলে। রায় ঘোষণার সময় হাফিজ উল্যাহ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
নিহত মোমিন উল্যাহ সৌদি প্রবাসী ছিলেন। তিনি প্রবাসী থাকাবস্থায় ছোট ভাই হাফিজ উল্যাহর মাধ্যমে জমি কেনেন। ২০১৬ সালের ৯ মার্চ দুপুরে ছোট ভাইয়ের কাছে জমির দলিল দেখতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই শাবল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরেরদিন স্ত্রী ফেরদাউস বেগম (৩৫) বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। প্রায় ৮ বছর পর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলার রায় দেন।
মামলার বাদী ফেরদাউস বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামীকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মৃত্যু হয় তার। মামলার রায়ে আমি সন্তুষ্ট।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদ হোসেন কৈশোর ঢাকা পোস্টকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। দীর্ঘ আট বছরে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আমরা আশা করেছিলাম আদালত মৃত্যুদণ্ড প্রদান করবেন। তারপরও আমরা রায়ে সন্তুষ্ট। মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই জেনে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.