ঢাকা | শুক্রবার | ২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৪৮ পূর্বাহ্ণ
সারাদেশবঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

spot_img

বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) প্রথম প্রহর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে রাধনা পর্যন্ত গাড়ি ধীর গতিতে চলছিল। ফলে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার পর সেতুর ওপরে একাধিক গাড়ি বিকল হয়। পরে গাড়িগুলো সেতু থেকে সরিয়ে নেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, সোমবার রাত ৯টা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকল হয়েছে। ওই গাড়িগুলো অপসারণ করতে সময় লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর