ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৯:৫৮ অপরাহ্ণ
সারাদেশবঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

spot_img

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার লেকুরিয়া গ্রামের হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই জেলার সখিপুর থানার নূর মোহাম্মদের স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের শাহজাহান কাজির ছেলে আরিফ কাজী ও অজ্ঞাতনামা ৩ জন।

বাসযাত্রী শামীম বলেন, আমি ঢাকার যাত্রাবাড়ী থেকে নড়িয়া যাচ্ছিলাম। পুরো রাস্তাই বাসের চালক খুব রাফ চালিয়েছে। পরে রাস্তার মধ্যে রাখা একটি ট্রাকের পেছনে লাগিয়ে দেয়। প্রচণ্ড সংঘর্ষে আমরা বাসে থাকা ৪০ জন যাত্রীর সবাই আহত হই। বাসের সামনে যারা ছিল তাদের চেয়ে পিছনের দিকের যাত্রীরা বেশি আহত হয়েছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার শংকর কুমার পাল বলেন, সকাল ৯টার দিকে ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মৃত ছিলেন। বাকি ১৯ জনের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সার্কেল পুলিশ সুপার (এসপি) তোফায়েল সরকার বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাস দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ হাসড়া হাইওয়ে থানা পুলিশ নিয়ে যায়। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর