জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) ।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক এস আহমেদ ফাহিম,সহ সভাপতি সাবিহা তাসমীম, সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুমান রাশেদ, সাবেক দপ্তর সম্পাদক এস জে আরাফাত,বর্তমান দপ্তর সম্পাদক ইমাম হোসেন মিয়াজী, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ফজলে এলাহি ফুয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিয়াদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নাহিদুল ইসলাম, জামিলা ইসলাম একা, সদস্য মো. দেলোয়ার হোসেন, মোদ্দাস্সির নাসিফ ও মহসিন আবেদিন উপস্থিত ছিলেন।