ঢাকা | বৃহস্পতিবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ | ৪:২৫ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসফেসবুকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে প্রচারণা, দুই কর্মকর্তাকে শোকজ

ফেসবুকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে প্রচারণা, দুই কর্মকর্তাকে শোকজ

spot_img

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় ঐক্য ও চেতনা পরিপন্থী প্রচারণা করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকুরী বিধি লঙ্ঘন করায় ০৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রেজিস্ট্রার দফতরের সংস্থাপন শাখার একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৫ জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটের ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট Samrat Sf থেকে জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী একটি পোস্ট করা হয় এবং জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটের ফেইসবুক একাউন্টের করা একটি পোস্টে ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন একটি বিতর্কিত মন্তব্য করেন। যা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ৪৭(৫), সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ২০১৮ এর বিধি ২(খ) এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ বিধি ৬(২) (গ) ও ১০(ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত আইন, বিধিমালা এবং নির্দেশিকা লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে কেনো শান্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হলো।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর