শেষের পথে বিপিএলের রাউন্ড রবিন লিগ। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকাই অনুষ্ঠিত হবে প্লে-অফের খেলাগুলো। এর আগেই সময়সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি।
প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচের সময় পরিবর্তিত হয়েছে। চলতি আসরে উদ্বোধনী ম্যাচের আগেও সময়সূচিতে পরিবর্তন এনেছিল আয়োজক কর্তৃপক্ষ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
পূর্বের সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ। আর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ।
নতুন সূচিতে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ হবে একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি, আর ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে আগামী ২৮ ফেব্রুয়রি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে৷ এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটরের বিজয়ী দল।