২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনী সরকারি কলেজকলেজ ৮৯.৫৭% পাশের হার নিয়ে ফেনীর সকল কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এর পরেই ৮৭.৮৮% পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীনল্যান্ড কলেজ ফেনী।
এছাড়াও গ্রীনল্যান্ড কলেজ বেসরকারি কলেজ সমুহের মধ্যে ফেনীতে প্রথম স্থান অর্জন করেছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সরকারি জিয়া মহিলা কলেজ ফেনী, যার পাশের হার ৭৭.৭৮%। এরপর মহিলা কলেজ ফেনী ৭৬.৯২% পাশের হার নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জয়নাল হাজারী কলেজ ফেনী (৭৩.৩৩%), সরকারি মহিপাল কলেজ ফেনী (৭১.৭৮%), এবং সাউথ ইস্ট কলেজ ফেনী (৭১.৩৮%)।
এছাড়াও এশিয়ান কলেজ ২৫.২০% পাশের হার নিয়ে তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে। পঞ্চগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের হার ৩০.৪৩%। শাহীণ একাডেমী স্কুল অ্যান্ড কলেজ ফেনী এবং রামপুর নাসির মেমোরিয়াল কলেজ যথাক্রমে ৩১.৩৩% এবং ৩৪.৭৬% পাশের হার পেয়েছে।