ফেনীতে রেললাইন পার হওয়ার সময় ‘সুবর্ণা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় স্বপ্না রানী ভৌমিক নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাতে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে সহদেবপুর সংলগ্ন মৌলভীবাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।
জানা যায়, নিহত স্বপ্না রানী ভৌমিক দাগনভূঁঞা উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। স্বপ্না রানী ভৌমিক তার স্বামী পরিমল ভৌমিকসহ ৩ সন্তান নিয়ে ফেনী শহরের ২নং ওয়ার্ডের মাস্টারপাড়াস্থ এসএস টাওয়ারের ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী নয়ন চন্দ্র দাস বলেন, রেললাইনের পাশে ওই নারীকে পড়ে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে সিএনজি অটোরিকশা করে তাকে হাসপাতালে নিয়ে যাই। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আহতাবস্থায় এক নারীকে নিয়ে আসেন। হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বলেন, ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে সহদেবপুর সংলগ্ন মৌলভীবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।