যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৬৯ বছর বয়সী মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য একটি নতুন সরকার গঠনে কাজ করবেন। অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে পিএ-এর সীমিত ক্ষমতা রয়েছে। মুস্তফা দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।
তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী এবং বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। ৩০ বছর আগে অসলো শান্তি চুক্তির আওতায় ফিলিস্তিনের সরকার কাঠামো তৈরি হয়েছিল, যার অধীনে ছিল পশ্চিমতীর, গাজা এবং পূর্ব জেরুজালেম। এই তিন অঞ্চল এক সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ফাতাহ এবং অন্য গোষ্ঠীগুলোর জোট পিএ-এর অধীনে ছিল; কিন্তু ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ চলে যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.