জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে তিনি কি প্রেম করছেন? এ প্রশ্ন ভূলছেন না ভক্তরা।
এবার তিশা অকপটে স্বীকার করলেন— প্রেম করছেন তিনি।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্ন করেন, প্রেম করছেন কিনা? প্রশ্নটি শুনে অনেকটাই প্রস্তুত হয়ে যান তিশা। কিছুটা সামলে নিয়ে এই অভিনেত্রী বলেন— 'প্রেম তো করতেই পারি! হ্যাঁ, করছি।'
তবে কার সঙ্গে প্রেম করছেন তা জানাননি তিশা। কিন্তু তিশার প্রেমিক মিডিয়ার কেউ নন বলেও জানিয়েছেন তিনি।
কবে নাগাদ বিয়ে করছেন? তিশা বলেন, 'সেটা মনে হয় আরো কিছু দিন পর। আমার বাবা মারা গেছেন। এ অবস্থায় নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবারকে গুছিয়ে নিতে হবে। সুতরাং আমি বিয়ে নিয়ে ভাবছি না।'
২০১৭ সালের আগস্টের দিকে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে তানজিন তিশার। এ অভিনেত্রীর কারণেই হাবিবের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে বলে দাবি করেন হাবিবের সাবেক স্ত্রী রেহান।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.