ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৬:৪৩ অপরাহ্ণ
অপরাধপ্রবাসীদের স্বজনকে জিম্মি করে আনা হয় স্বর্ণ

প্রবাসীদের স্বজনকে জিম্মি করে আনা হয় স্বর্ণ

spot_img

অভিনব কায়দায় আত্মীয়-স্বজনদের জিম্মি করে প্রবাসীদের দিয়ে অবৈধভাবে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান পণ্য বাংলাদেশে নিয়ে আসা চক্রের মূলহোতা খোরশেদ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

এসময় অপহৃত ভুক্তভোগীসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর