ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:২২ পূর্বাহ্ণ
জাতীয়‘প্রধানমন্ত্রী যেন পদত্যাগ না করেন’ নির্দেশনা চেয়ে রিট

‘প্রধানমন্ত্রী যেন পদত্যাগ না করেন’ নির্দেশনা চেয়ে রিট

spot_img

পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন- এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত রিটের শুনানি করতে গেলে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে এ সংক্রান্ত রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক। সংবিধান রক্ষার্থে জনস্বার্থে তিনি রিটটি করেছেন বলে জানান রিটকারী আইনজীবী। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে। রিটটি শুনানির সিদ্ধান্তের বিষয়ে পরবর্তী শুনানি ছুটির পর বলে জানান আদালত।

রিটকারী আইনজীবী বলেন, ‘আশঙ্কা করছি শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন- সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।’

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর