ঢাকা | সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:৩১ পূর্বাহ্ণ
সারাদেশপাবনায় কানাডার প্রধানমন্ত্রীর নামে জন্মসনদ, তদন্ত রিপোর্ট পেশ

পাবনায় কানাডার প্রধানমন্ত্রীর নামে জন্মসনদ, তদন্ত রিপোর্ট পেশ

spot_img

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে পাবনায় জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরি ঘটনায় রেজিস্ট্রার জেনারেলের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক সাইফুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হয় । উপ-পরিচালক সাইফুর রহমান বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

এর আগে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তারা নির্ধারিত সময়ের মধ্য সেই জবাব দিয়েছে।

পাবনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে গিয়েছিলাম। সব বিষয় খোঁজখবর নিয়েছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি । সেখানে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পেয়েছি।

উল্লেখ্য, পাবনার জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের দেয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর