শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্ট সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নিয়মরক্ষার খেলায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে হারিয়ে টানা চার জয় তুলে নিয়েছে স্বাগতিক নারীরা। পাক নারীদের ৪ উইকেটের ব্যবধানে হারের স্বাদ দিয়েছে সুমাইয়া আক্তারের দল।
বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
জয়ের জন্য ৯৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে বিদায় নেন সূবর্ণা। দলীয় ২৫ রানের সময় আউট হন জান্নাতুল মাওয়া। ইভা ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরলে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় বাংলাদেশের নারীরা। অধিনায়ক সুমাইয়া আক্তার ৪০ বলে ৩৮ রানের ইনিংস উপহার দেন। এ ছাড়া আফিয়া আসিমা ইরা ১৬ রানের কার্যকর ইনিংস খেলেন। সেই সঙ্গে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
এর আগে টস জিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে ভালো সূচনা পায় পাকিস্তান। দুই টপঅর্ডার ব্যাটার সামিয়া আফসারের ৪৮ এবং আরিশা আনসারির ২৬ রানে ভর করে ৯৬ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের রাবেয়া খাতুন ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.