ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:৫৪ অপরাহ্ণ
রাজনীতিপরিবেশ দিবসে এক লক্ষ বৃক্ষরোপণের ঘোষণা ইসলামী ছাত্র আন্দোলনের

পরিবেশ দিবসে এক লক্ষ বৃক্ষরোপণের ঘোষণা ইসলামী ছাত্র আন্দোলনের

spot_img

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দেশের প্রতিটি জেলা, থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস সমূহে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৫ জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো বাংলাদেশে প্রতি বছর যে হারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে অচল একটি দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই দেশ এবং দেশের ভারসাম্য রক্ষায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

তিনি দেশবাসীসহ সকল শিক্ষার্থীদের প্রতি বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান ।

কর্মসূচির প্রথমদিনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দরা।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর