ঢাকা | সোমবার | ১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১:৩৬ পূর্বাহ্ণ
খেলাধুলাপরাজয়ের স্বাদ পেলো আর্জেন্টিনা

পরাজয়ের স্বাদ পেলো আর্জেন্টিনা

spot_img

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা ১৪ ম্যাচ জয়ে উড়ছিল আর্জেন্টিনা। অবশেষে তাদেরকে মাটিতে নামিয়ে আনলো উরুগুয়ে। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়েছেন লুইস সুয়ারেজরা।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল লিওনেল স্কালোনির দল। ম্যাচের শুরুতে দুই দল নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিলেও ধীরে ধীরে মাঠের লড়াই রূপ নিতে থাকে শারিরীক আক্রমণে। যেখানে প্রথমার্ধে দুই দলের পোস্টে শট মাত্র ৩টি, সেখানে ফাউলের সংখ্যা ১৭টি! এর মধ্যে উরুগুয়েরই ১১টি।

ম্যাচের দশম মিনিটে প্রথম ভালো আক্রমণটি শাণায় উরুগুয়ে। তবে দারউইন নুনেসের শট চলে যায় দূরের পোস্টের বেশ বাইরে দিয়ে। তিন মিনিট পর মেসির শট আটকান উরুগুয়ে গোলরক্ষক। ৩৭ মিনিটের মাথায় ৩৭তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর পাসে জুলিয়ান আলভারেজের সাইড ভলি যায় পোস্টের বাইরে।

অবশেষে ম্যাচের ৪১তম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে বাইলাইনের একটু উপর থেকে বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার। কোনাকুনি শটে বাকি কাজটা সারেন বার্সা তারকা রোনাল্ড আরাউহো।

বিরতির আগে মেসির কর্নারে রোমেরোর শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উরুগুয়ে। বিরতির পর নেমে আরেকটি মিস করেন মেসি। তার বাঁ পায়ের ফ্রি কিক ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। হতাশা বাড়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের।

৮১তম মিনিটে মিস করেন ডি মারিয়া। পরে কর্নারে ওতামেন্দির হেড ফিরিয়ে উরুগুয়েকে জয়ের পথে রাখেন উরুগুয়ে গোলরক্ষক। ৮৭তম মিনিটে উরুগুয়ের জয় নিশ্চিত করে দেন নুনেস। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো লিওনেল স্কালোনির শিষ্যরা।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর