রাজধানীর পথে পথে হেঁটে হেঁটে খবরের কাগজ বিক্রি করছেন অভিনেত্রী সাফা কবির! কণ্ঠে তার হকারের সুর, 'গরম খবর, তাজা খবর, মাত্র ১০ টাকা'।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে এমন চিত্র দেখা গেলো উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের আশপাশে।
প্রথমবার এই দৃশ্য দেখলে যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
মূলত, আহমেদ তাওকীরের চিত্রনাট্যে 'খবরের ফেরিওয়ালা' নাটকের দৃশ্যধারন করার এমনই চিত্র এটি। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও একদিন।
নাটকটি প্রসঙ্গে সাফা কবির বলেন, 'ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে বেড়ায়। বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনও কিছুর তোয়াক্কা করে না সে। এমনই এক হকারের চরিত্রে অভিনয় করছি। এটা আমার অভিনয় জীবনের জন্য অন্যরকম অভিজ্ঞতা। কাজটি ভালো হচ্ছে। গল্পটি আলাদা। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।'
সাফা কবির ও ইয়াশ রোহানগল্পটি প্রসঙ্গে নাট্যকার আহমেদ তাওকীর বলেন, 'পত্রিকার পাতা খুললেই শুধু নেতিবাচক খবর চোখে পড়ে আমাদের। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে এই নাটকে।'
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.