দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান ৭১ জন সংসদ সদস্য (এমপি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এসব এমপিদের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন নতুন মুখ।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷
এবার নৌকার মনোনয়ন পাননি এমন এমপিরা হলেন—
পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, রংপুর-৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি জাকির হোসেন, গাইবান্ধা-৪ আসনের এমপি মনোয়ার হোসেন চৌধুরী, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ আসনের এমপি মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি মনসুর রহমান সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের এমপি মেরিনা জাহান কবিতা, পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস, মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান, যশোর-২ আসনের এমপি নাসির উদ্দিন ও যশোর-৪ আসনের এমপি রণজিত কুমার রায়।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.