ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৯:৫১ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোসক সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

নোসক সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

spot_img

বৃহত্তর নোয়াখালীর অন্যতম বিদ্যাপীঠ ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি (নোসক সাংবাদিক সমিতি) ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদ মিলনায়তনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিককদের এক সভা শেষে আনুষ্ঠানিক ভাবে সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে সর্বসম্মতিক্রমে নোয়াখালী সরকারি কলেজ ( নোসক) সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় ‘দৈনিক রুদ্র বাংলার ক্যাম্পাস’ প্রতিনিধি শোয়াইব হোসেনকে, যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন ‘দৈনিক বাংলাদেশ সমাচারের ক্যাম্পাস ‘ প্রতিনিধি শহিদ আলম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন ‘দৈনিক কালবেলার ‘ প্রতিনিধি মোঃ নুর হোসাইন।

প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির বাকী সদস্যরা হলেন রাইজিং বিডি’র কলেজ প্রতিনিধি সুমাইয়া আক্তার, ঢাকা ভয়েসের কলেজ প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক নোয়াখালী বার্তার কলেজ প্রতিনিধি আকরাম হোসাইন, নিউজ পোর্টাল মুক্ত কলমের কলেজ প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম ভূঁইয়া। নোসক সাংবাদিক সমিতির উপদেষ্টা সহকারী অধ্যাপক ছাইফুল আজিম এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়৷

নোয়াখালী সরকারি কলেজ ( নোসক) সাংবাদিক সমিতি আহ্বায়ক শোয়াইব হোসেন বলেন, “শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কৃতিত্ব ফুটিয়ে তুলতে, ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবী দাওয়া প্রশাসনের নিকট উথ্থাপনের জন্য দীর্ঘদিন থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশিত সাংবাদিক সংগঠন, কলেজে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের একতাবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নোসক সাংবাদিক সমিতি।

নোসক সাংবাদিক সমিতির সদস্য সচিব মোঃ নুর হোসাইন বলেন, “নোয়াখালী জেলার উচ্চশিক্ষার প্রিয় ক্যাম্পাসে মুক্তমতচর্চা, লেখালেখি চর্চা এবং সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সহায়ক হিসেবে প্রয়োজনীয় কোন সাংবাদিক সংগঠন ইতিপূর্বে ছিলো নাহ। কলেজের বিভিন্ন সফলতা, ক্যাম্পাসের নানা উন্নয়ন কর্মকান্ড, শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও কৃতিত্ব জাতীয় পর্যায়ের গণমাধ্যমে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের লেখকসত্তাকে জাগ্রত করতে তারা অগ্রণী ভূমিকা রাখবে। “

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর