ঢাকা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:২৮ অপরাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীনোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপিত

নোয়াখালীর ৪ গ্রামে ঈদ উদযাপিত

spot_img

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামের মানুষ।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুই উপজেলার নয়টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো, নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিনারায়ণপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

জানা গেছে, বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানীর (র.) মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে থাকেন।

এ ব্যাপারে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এ নামাজ পড়াকে কেন্দ্রকে করে সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মুসল্লিরা নিরাপদে ঈদের জামাত শেষ করেছেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর