নোয়াখালীর সেনবাগে একটি শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালের দিকে উপজেলার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজির খেতে শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগটি খোলা হলে তার ভেতরে নবজাতকের লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.