ঢাকা | শুক্রবার | ২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ | ১১:২৪ পূর্বাহ্ণ
বিবিধনোয়াখালীতে রেলওয়ে পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে রেলওয়ে পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

spot_img

নোয়াখালীতে বাংলাদেশ রেলওয়ে পুলিশের জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (বুধবার) সকালে সোনাইমুড়ী উপজেলার নাথেরপেটুয়া রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বড় কাচি ঝুঁকিপুর্ণ রেলওয়ে ক্রসিং এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ রেলওয়ে আইন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ, রেলে মাদক দ্রব্য পরিবহণ প্রতিরোধ, চেইন পুলিংয়ের সঠিক ব্যবহার, অজ্ঞান পার্টির দৌরাত্ন্য প্রতিরোধ, রেল লাইনে বসে আড্ডা দেওয়া, রেল লাইনের উপর দিয়ে হাঁটা, চলন্ত ট্রেনে ও ট্রেনের ছাদে যাত্রী উঠানাম এবং রেল যাত্রীদের মালামাল বহনে সাবধানতা অবলম্বনসহ রেলযাত্রী সাধারণের নির্ভিঘ্নে রেল ভ্রমণ বিষয়ে গুরুত্বর্পূণ বিষয়ে আলোচনা করা হয়

এ বিষয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র)মো: আবুল হোসেন জানান, রেলযাত্রীদের রেল ভ্রমণ নির্ভিঘ্ন ও আনন্দঘন করতে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাছান চৌধুরী স্যারের দিক নির্দেশনায়  আমরা এই জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছি। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত অব্যাহত থাকবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর