নোয়াখালীর সুবর্ণচরে বৈদ্যুতিক মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুফতি আলী বিন জাকির (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের দারুল হাবিব হালিমিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
মৃত মুফতি আলী বিন জাকির সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্লোব বাজার এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
মৃতের ফুফাতো ভাই মো. মিরাজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আলী বিন জাকির স্থানীয় দারুল হাবিব হালিমিয়া মাদরাসার পরিচালক। মাদরাসার পানির মোটর নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছিল। তিনি নিজেই মোটর ঠিক করছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
তার ভাই মো. আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তারা রাখে নাই। তারপর মাইজদী নিয়ে যাই। চিকিৎসক জানায় আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে আগেই মারা গেছেন।
চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মারা যাওয়ার খবর শুনে বহু মানুষ নিহতের বাড়িতে ভীড় জমায়। আমি নিজেও সেই বাড়িতে গিয়েছি। আগামীকাল সকাল ১০টায় জানাজা হবে। তারপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, মাদরাসার শিক্ষক মুফতি আলী বিন জাকিরের বিদ্যুৎস্পৃষ্টে মৃতের কথা শুনেছি। মূলত তিনি মাদরাসায় পানির মোটর মেরামত করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।